Physical Infrastructure

প্রতিষ্ঠানটির রয়েছে তিনটি পাকা ভবন। দুইটি  দ্বিতল এবং একটি তিনতলা। ১ম টি প্রশাসনিক ভবন ও একাডেমিক ভবন, ২য়টি এবং ৩য়টি একাডেমিক ভবন। বিদ্যালয়ের সম্মুখে রয়েছে একটি বিশাল আকৃতির খেলার মাঠ যা পাকা প্রাচীর দ্বারা ঘেরা। প্রতিষ্ঠানের পূর্বপাশে স্কুল মার্কেট, দক্ষিন পাশে সাতক্ষীরা-ভোমরা সড়ক। প্রতিষ্ঠানে রয়েছে ১টি কম্পিউটার ল্যাব, দুইটি মাল্টিমিডিয়া ক্লাস রুম, একটি লাইব্রেরী রুম, বিজ্ঞান ল্যাব, দুইটি সাইকেল সেড ইত্যাদি।